শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

মানুষ কথা বলতে পারছে না

নিজস্ব প্রতিবেদক

মানুষ কথা বলতে পারছে না

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জনগণ দেশের মালিক, কিন্তু তাদের কথা বলতে দেওয়া হয় না। কথা বলতে চাইলে হয়রানি করা হচ্ছে। তার পরও আমরা জনগণের কথা বলতে চাই। পরিস্থিতির উত্তরণে আমরা কর্মসূচি দেব। সে কর্মসূচিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকতে হবে। গতকাল বিকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সম্মেলন কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় পুরো শহর। সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দামে জনজীবন বিপর্যস্ত। এ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। সঞ্চালনা করেন প্রেসিডিয়াম সদস্য রত্না আমিন হাওলাদার। সভাপতির বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষ সুশাসন চায়। এরশাদের শাসনামলে ফিরে যেতে চায়। আরও বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙা, সাহিদুর রহমান টেপা, সোলাইমান আলম শেঠ, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর