শিরোনাম
রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা
হ্যাটট্রিক শিরোপা

ট্রফি হাতে কিংসের বিজয়োৎসব

রাশেদুর রহমান

ট্রফি হাতে কিংসের বিজয়োৎসব

পেশাদার ফুটবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে বসুন্ধরা কিংসের ফুটবলাররা -রোহেত রাজীব

ম্যাচ শুরুর পূর্ব মুহূর্ত। শেখ জামালের ফুটবলাররা মাঠে প্রবেশ করে দুই ভাগ হয়ে দাঁড়িয়ে যান। তাদের মাঝখান দিয়ে রবসন রবিনহোর নেতৃত্বে মাঠে প্রবেশ করেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। লিগের শেষ ম্যাচে শেখ জামালের কাছ থেকে গার্ড অব অনার পেল চ্যাম্পিয়ন কিংস। দর্শকসারিতে বসে থাকা বসুন্ধরা কিংসের হাজার হাজার সমর্থক ‘বসুন্ধরা কিংস’ শব্দে চারপাশ কাঁপিয়ে তোলে। অভিষেকের পর টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া অস্কার ব্রুজোনের দল মিশন শেষ করল ট্রফি হাতে বিজয় উৎসবে।

লিগের ট্রফি আগেই নিশ্চিত হয়ে গেছে। তারপরও জয়ের জন্যই বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলতে নামে বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শেষটাও রাঙিয়ে রাখল চ্যাম্পিয়নরা। গতকাল কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংসের পক্ষে একটি করে গোল করেন মতিন মিয়া ও রবসন রবিনহো। শেখ জামালের পক্ষে একটি গোল করেন সোহানুর রহমান।

ম্যাচের ৮ম মিনিটে ডি বক্সের বাম দিক দিয়ে আক্রমণে যান রবসন রবিনহো। নুহা মারঙের সঙ্গে ওয়ান-টু খেলে বল নিয়ে ডি বক্সে ঢুকে ডান পাশে মতিন মিয়াকে পাস দেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। মতিন মিয়া ডান পায়ের শটে বল জালে জড়ান। উল্লাসে ফেটে পড়ে বসুন্ধরা কিংসের সমর্থকরা। প্রথমার্ধ্বে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমে ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ায় কিংস। শেখ জামালের ডি বক্সের সামনে নুহা মারঙের কাছ থেকে বল পেয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন কিংসের রবসন রবিনহো। লিগে এবার ১৬ গোল করলেন রবসন। ৬৯তম মিনিটে আতিকের লং পাসে ফ্লাইট মিস করেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক হামিদুর রহমান। বল পেয়ে বাম পায়ের জোরালো শটে গোল করেন শেখ জামালের সোহানুর রহমান। ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ জয়ে ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ম্যাচের পর ট্রফি বিতরণ করেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং বাফুফের সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ট্রফি হাতে দারুণ উচ্ছ্বাসে মেতে ওঠে কিংস। ভক্তরা ঢাক-ঢোল পিটিয়ে বাদ্য বাজিয়ে কিংসের উৎসবে যোগ দেয়। উৎসবের ফাঁকে কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘চ্যালেঞ্জিং একটা মৌসুম শেষ হলো। এবার সামনের জন্য পরিকল্পনা করব। আন্তর্জাতিক পর্যায়েও আমরা সফল হতে চাই।’

 

সর্বশেষ খবর