শিরোনাম
রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে হবে। এ কাজে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের সুসংগঠিত করতে হবে। ফকির আলমগীর জীবতকালে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মাঠে ময়দানে গণসংগীত পরিবেশন করেছেন। বর্তমান সময়ে প্রয়াত ফকির আলমগীরের মতো একজন গুণী শিল্পীর খুবই প্রয়োজন ছিল। মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রাজধানীতে প্রয়াত গণসংগীত ফকির আলমগীরের প্রথম মৃত্যুবাষির্কী পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সাবেক বিপ্লবী ছাত্র ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ আলোচনা সভার আয়োজন করে। উল্লেখ্য, ফকির আলমগীর বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের বকুল। সভা সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা প্রকৌশলী নজরুল ইসলাম নোমান, এ টি এম নাসির মিয়া, মোজাম্মেল হক ফিরোজ, মোতালেব হাওলাদার, মোস্তফা আলমগীর রতন, বিশিষ্ট সাংবাদিক এলাহি নেওয়াজ খান, জামাল উদ্দিন, মোসলেম উদ্দিন আহমেদ, সাজ্জাদ আলম খান তপু, বিশিষ্ট আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজতবা আহমেদ মোরশেদ, সংগীত শিল্পী মো. শাহিন আহমেদ প্রমুখ। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ভারতের বেঙ্গালুরে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

সর্বশেষ খবর