রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

আড়াই বছরে রেলে নিহত ২১৯

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে রেলপথে দুর্ঘটনায় গত সাত মাসে ১৭৮ জন নিহত হয়েছেন। এ সময়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ৫২টি। এ তথ্য গতকাল ‘সেভ দ্য রোড’-এর এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত সারা দেশের রেলক্রসিংসমূহে ১১৬টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত হয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ৩৮টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ৬৯ জন। গত বছর দুর্ঘটনা ঘটে ৪৩টি। এতে নিহতের সংখ্যা ৭৬। চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ৩৫টি দুর্ঘটনায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের ২ হাজার ৯৫৯ কিলোমিটার রেলপথে ২ হাজার ৮৫৬টি রেলক্রসিং আছে। এর মধ্যে ১ হাজার ৪৯৫টি বৈধ এবং ১ হাজার ৩৬১টি অবৈধ। ৯৬১টি রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। অর্থাৎ দেশে ৮২ শতাংশ রেলক্রসিং অনিরাপদ। রোড সেফটি ফাউন্ডেশন রেলক্রসিং দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে- অননুমোদিত ও অবৈধ বিবেচনা করে বহুসংখ্যক রেলক্রসিংয়ে গেটম্যান ও গেটবারের ব্যবস্থা না করা; বৈধ রেলক্রসিংসমূহে গেটম্যানদের দায়িত্বে অবহেলা এবং গেটম্যান হিসেবে লোকবলের সংকট; যানবাহনের চালক ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে অসচেতনতা ও অধৈর্য মানসিকতা; দুর্ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া এবং রেলপথ ব্যবস্থাপনায় আইনের শাসনের অভাব। তাদের প্রতিবেদনে কিছু সুপারিশও তুলে ধরা হয়। তা হলো- সব রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও উপযুক্ত গেটবারের ব্যবস্থা করা; রেলক্রসিংয়ে প্রযুক্তির ব্যবহার করা; জনবল সংকট নিরসন করে রেলপথ ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা; সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমে প্রচারণা চালানো। সেভ দ্য রোড বলছে, চলতি বছরের জানুয়ারিতে রেলপথে দুর্ঘটনা ঘটেছে ২৬টি। এতে আহত হয়েছেন ৫২ জন এবং মারা গেছেন ১৪ জন। ফেব্রুয়ারিতে রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৪১টি। এতে আহত হয়েছেন ১১১ জন এবং নিহত হয়েছেন ২৭ জন। মার্চে দুর্ঘটনা ঘটেছে ২২২টি। এতে আহত হয়েছেন ১৮৬ জন এবং নিহত হয়েছেন ৩১ জন। এপ্রিলে দুর্ঘটনা ঘটেছে ১১২টি। আহত হয়েছেন ১৬৬ জন এবং মারা গেছেন ৪২ জন। মেতে দুর্ঘটনায় আহত হয়েছেন ২২১ জন এবং মারা গেছেন ২৩ জন। জুনে দুর্ঘটনা ঘটেছে ১৯৭টি। আহত হয়েছেন ১৭২ জন এবং মারা গেছেন ১৭ জন। জুলাইয়ে দুর্ঘটনা ঘটেছে ১৪২টি। আহত হয়েছেন ২৩২ জন এবং নিহত হয়েছেন ২৪ জন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর