সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগের আয় বেড়ে দ্বিগুণ

জাতীয় পার্টির বেড়েছে ৬৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি। ২০২১ সালে দলটির আয় বেড়ে দ্বিগুণ হয়েছে; আগের বছরের চেয়ে ব্যয় এক তৃতীয়াংশ কমায় জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি টাকার বেশি। গতকাল ইসিতে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১৬৬ টাকা। আর ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

এদিকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আয় আগের বছরের তুলনায় ৬৪ শতাংশ বেড়েছে। দলটি ২০২১ সালে আয় দেখিয়েছে ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি ২৭ লাখ। সে হিসাবে দলটি ২০২১ সালে ১ কোটি ৬ লাখ টাকা বা ৬৪ শতাংশ বেশি আয় করেছে। তবে দলটি ২০২১ সালে ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। অন্যদিকে আগের বছরের চেয়ে আয় ও ব্যয় কমলেও বিএনপি ২০২১ সালে আয়ের চেয়ে ১ কোটি টাকার বেশি ব্যয় করেছে।  আওয়ামী লীগের আয় ২১ কোটি, ব্যয় ৬ কোটি :  ২০২১ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১৬৬ টাকা, যা আগের বছরের তুলনায় ১০৫ শতাংশ বেশি। ২০২০ সালে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা আয় দেখিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশন সচিবের কাছে দলের বার্ষিক হিসাব প্রতিবেদন জমা দেন। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল ছিলেন এ প্রতিনিধি দলে। জাতীয় পার্টির আয় বেড়েছে ৬৪ শতাংশ : আগের বছরের তুলনায় ২০২১ সালে ৬৪ শতাংশ আয় বেড়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। দলটি গত বছরের আয় দেখিয়েছে ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি ২৭ লাখ। সে হিসাবে দলটি ২০২১ সালে ১ কোটি ৬ লাখ টাকা বা ৬৪ শতাংশ বেশি আয় করেছে। গতকাল ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন জমা দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

সর্বশেষ খবর