সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মোসাদ্দেক ভেলকিতে সিরিজে সমতা

ক্রীড়া প্রতিবেদক

মোসাদ্দেক ভেলকিতে সিরিজে সমতা

প্রথম ম্যাচ বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের খেসারত গুনেছিল বাংলাদেশ। বাজে বোলিং ও ব্যাটিংয়ে ম্যাচটি হেরেছিল টাইগাররা। গতকাল দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ‘ইউটার্ন’ পারফরম্যান্স নুরুল হাসান সোহানের দলের। শুরুতে বোলিং ও ফিল্ডিং এবং শেষে দুর্দমনীয় ব্যাটিংয়ে ৭ উইকেটের সহজ জয়ে সিরিজ সমতা আনে বাংলাদেশ। ম্যাচের তখনো বাকি ছিল ১৫ বল। আগামীকাল             সিরিজ নির্ধারণী ম্যাচ একই ভেন্যুতে, একই সময়ে। সিরিজে সমতা আনার ম্যাচে ইতিহাস গড়া পারফরম্যান্স করেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। ছন্দময় ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করেন লিটন দাস। মোসাদ্দেক নিজের ২০ নম্বর ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেন। ম্যাচসেরা মোসাদ্দেকের স্পেল ৪-০-২০-৫। যৌথভাবে যা বাংলাদেশের দ্বিতীয় সেরা। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের স্পেল ছিল ৪-০-২০-৫। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানির, ৪-০-১৩-৫। ২০১৬ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজুর রহমানে স্পেল ছিল ৪-০-২২-৫। লিটন খেলেন ৩৩ বলে ৫৬ রানের ইনিংস। প্রথম ম্যাচ সোহানরা হেরেছিলেন ১৭ রানে। বোলাররা বাজে বোলিং করেছিলেন। গতকাল দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে সোহান বাহিনী। ডান হাতি পেসার তাসকিন আহমেদের জায়গায় পেসার হাসান মাহমুদ এবং বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানকে একাদশে নেওয়া হয়। দুই পরিবর্তন নিয়ে স্বাগতিকদের ২০ ওভারে ১৩৫ রানে আটকে রাখে সোহান বাহিনী। প্রতিপক্ষের ৮ উইকেটের ৫টিই নেন মোসাদ্দেক। ইনিংসের প্রথম ওভারের প্রথম ও শেষ বলে উইকেট নিয়ে ম্যাচ শুরু করেন মোসাদ্দেক। সব মিলিয়ে তিনি ৪ ওভারের স্পেলে ২০ রানের খরচে নেন ৫ উইকেট। আগের ১৯ ম্যাচে একবার মাত্র ৪ ওভারের পূরণ করতে পেরেছিলেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও মুস্তাফিজ এবং অপরটি রান আউট হয়। দলের ব্যাটিং ব্যর্থতায় ৬২ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন সিকান্দার রাজা। প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ৬৫ রানে। ১৩৬ রানের টার্গেটে টাইগারদের ইনিংসে শুধুমাত্র দুই অংকের রান করতে ব্যর্থ ছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার (৭)। এছাড়া এনামুল বিজয় ১৬ রান করেন। নাজমুল শান্ত ১৯ ও আফিফ হোসেন ৩০ রানে অপরাজিত থাকেন।

সর্বশেষ খবর