সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভবন অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ চাই

নিজস্ব প্রতিবেদক

ভবন অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ চাই

ভবনের নিরাপত্তা নিশ্চিতে কাঠামোগত নকশা অনুমোদনের জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। একই সঙ্গে নতুন ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি।

গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভুঁইয়া মিলনের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন সহসভাপতি মো. আমিন হেলালী, কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ আলী দ্বীন, মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু, কামাল মাহমুদ, এ এফ এম ওবায়দুল্লাহ প্রমুখ। বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, রাজউক শুধু ভবনের স্থাপত্য নকশার অনুমোদন দিয়ে থাকে। ভবনের নিরাপত্তার জন্য কাঠামোগত নকশার অনুমোদন জরুরি। তাই এ সংক্রান্ত আলাদা সংস্থা গঠন করা প্রয়োজন।

সর্বশেষ খবর