মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ভর্তুকির চাপ কমানোর লক্ষ্য

ইউরিয়ার দাম বাড়ল কেজিতে ৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

ইউরিয়ার দাম বাড়ল কেজিতে ৬ টাকা

ভর্তুকির চাপ কমাতে অবশেষে কৃষি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত ইউরিয়া সারের দাম বাড়াল সরকার। প্রতি কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১৪ থেকে ২০ এবং কৃষক পর্যায়ে ১৬ থেকে বেড়ে ২২ টাকা পড়বে। এ মূল্য গতকাল থেকে কার্যকর হয়েছে। গতকাল কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ব বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশে সারের দাম পুনর্নির্ধারণ করা হলো। দেশে বর্তমানে প্রতি বছর প্রায় ২৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ব্যবহৃত হয়। দাম বাড়ার কারণে এ সারে সরকারের ভর্তুকি কমবে মাত্র ১ কোটি ৫৯ লাখ টাকা। কৃষি মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের বর্তমান দাম ৮১ টাকা। ৬ টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে কেজিতে ৫৯ টাকা ভর্তুকি দিতে হবে। ২০০৫-০৬ অর্থবছরে প্রতি কেজি ইউরিয়া সারে ভর্তুকি ছিল মাত্র ১৫ টাকা। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এক বছর ধরে আন্তর্জাতিক বাজারে সারের দাম ৩ থেকে ৪ গুণ বেড়েছে। এর ফলে সারের ওপর সরকারের ভর্তুকিও বেড়েছে প্রায় ৪ গুণ। ২০২০-২১ অর্থবছরে যেখানে সার বাবদ ভর্তুকিতে ব্যয় হয়েছে ৭ হাজার ৭১৭ কোটি টাকা; সেখানে ২০২১-২২ অর্থবছরে লেগেছে ২৮ হাজার কোটি টাকা। সম্প্রতি কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, যমুনা ও চট্টগ্রাম সার কারখানা দুটিতে গ্যাস সংকটের কারণে সার উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। এর ফলে ইউরিয়া সারের উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ মন্ত্রী। তিনি বলেন, ‘কারখানা দুটি চালু করার জন্য আমরা চেষ্টা করছি। স্থানীয়ভাবে উৎপাদন বন্ধ হয়ে গেলে ইউরিয়া সার আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হবে এবং সারে ভর্তুকির পরিমাণ আরও বাড়বে।’

সর্বশেষ খবর