মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টার্গেট সিরিজ নেতৃত্বে এবার সৈকত

ক্রীড়া প্রতিবেদক

টার্গেট সিরিজ নেতৃত্বে এবার সৈকত

ফেবারিট হিসেবে জিম্বাবুয়েতে টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের খেসারত গুনেছে হেরে। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয়ে সমতা আনে সিরিজে। নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা। জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। অবশ্য সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে স্বাগতিক জিম্বাবুয়েরও। আজকের ম্যাচটিকে অলিখিত ফাইনালও বলা যায়। এই ম্যাচে টাইগাররা মিস করবে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানকে। দ্বিতীয় ম্যাচে কিপিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে ব্যথা পান। এমআরআই করার পর জানা যায়, আঙ্গুলে চিড় ধরেছে। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। সেজন্যই জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না সোহান। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের টি-২০ ক্রিকেট ইতিহাসে তিনি নবম অধিনায়ক। এর আগে শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস ও নুরুল হাসান সোহান অধিনায়ক ছিলেন। সোহানের ইনজুরিতে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। ছন্দহীন ব্যাটিংয়ের জন্য ৩ ম্যাচের টি-২০ স্কোয়াডে তাকে রাখা হয়নি। ওয়ানডে সিরিজ খেলতে তিনি এখন হারারেতে। ব্যাটিং গভীরতা বাড়াতে তাকে দলভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।   

প্রথম ম্যাচে টাইগাররা হেরেছিল ১৭ রানে। দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক সৈকতের বিধ্বংসী বোলিং ও লিটনের ছন্দময় ব্যাটিংয়ে টাইগাররা জয় পায় ৭ উইকেটে। ১৩৬ রানের টার্গেটে লিটন ৫৬ রান করেন ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায়। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ৩০ ও নাজমুল হোসেন শান্ত ১৯ রানে অপরাজিত থাকেন। টাইগাররা ম্যাচ জিতেছে মোসাদ্দেক সৈকতের ঘূর্ণিতে। নতুন বলে বোলিং করে ৪ ওভারের স্পেলে স্বাগতিকদের প্রথম ৫ উইকেটই তুলে নেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড নেই কোনো বোলারের। মোসাদ্দেকের এটা ২০ ম্যাচ ক্যারিয়ারের সেরা বোলিং। তার ম্যাচসেরা স্পেল ছিল ৪-০-২০-৫। সাকিবের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং। তবে টি-২০ ক্রিকেটে দেশের সেরা বোলিং বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানির, ৪-০-১৩-৫। দারুণ বোলিংয়ে ম্যাচ জেতানোর ফল পেয়েছেন মোসাদ্দেক সৈকত টাইগারদের নেতৃত্ব পেয়ে।

 

সর্বশেষ খবর