মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নেতাদের নির্দয়ভাবে লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক

নেতাদের নির্দয়ভাবে লাঠিপেটা

ভোলায় বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলি চালানোর ঘটনাটি নরহত্যার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ‘বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্ট শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলের সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ। হাফিজ উদ্দিন বলেন, ‘আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি। আমার জেলা ভোলায় বিনা উসকানিতে পুলিশ বাহিনী গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে হত্যা করেছে। সেখানে নেতাদের নির্দয়ভাবে লাঠিপেটা করেছে। অথচ তারা পার্টি অফিসে মিটিং করে। তখন মিছিল শুরুও হয়নি। এ সময় পুলিশ লাঠিপেটা ও গুলি করে। সম্পূর্ণভাবে বিনা উসকানিতে এই ঘটনাটি নরহত্যার শামিল। হাফিজ উদ্দিন আরও বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় যেসব লড়াকু সৈনিক রাজপথে নেমে আসছে, তাদের প্রতিহত করার জন্য, তাদের মনে সন্ত্রাস সৃষ্টি করার জন্য এ ধরনের একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’ হাফিজ বলেন, এভাবে গুলি করে সাধারণ মানুষকে বুটের তলায় বিদ্ধ করে কোনো সরকার বেশি দিন থাকতে পারে না। সাম্প্রতিককালে তার উদাহরণ আমরা। তিনি আরও বলেন, সরকার শুধু নিজেদের অর্থ-আয় করায় ব্যস্ত, গদি সুরক্ষিত রাখায় ব্যস্ত, কৃষক মরুক বা বাঁচুক, তাতে তাদের চিন্তা নেই। সে জন্য নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে তারা ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন।

সর্বশেষ খবর