মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে যেসব ইস্যু প্রাধান্য পাবে

নিজস্ব প্রতিবেদক

চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে যেসব ইস্যু প্রাধান্য পাবে

ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল বিকালে নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে।’

কী কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু, চীনের সহায়তায় বিভিন্ন চলমান এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া করোনার সময়ে চীন বিভিন্ন ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে এই অঞ্চলে বা বিশ্বে তারা কী করতে চায়, সেটি নিয়েও হয়তো তারা আমাদের জানাবে।’ ওয়াং ই কবে নাগাদ বাংলাদেশে আসতে পারেন জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী আগস্টের ৬ থেকে ৮ তারিখের মধ্যে আসতে চাইছেন।’

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে সর্বশেষ চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেছেন।

 

সর্বশেষ খবর