শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বেটিং কোম্পানির সঙ্গে সাকিবের চুক্তি তদন্তে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বেটিং কোম্পানির সঙ্গে সাকিবের চুক্তি তদন্তে বিসিবি

পরিবারকে সময় দেওয়ার জন্য জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। চলতি মাসে এশিয়া কাপ খেলবেন কি না, এখনো নিশ্চিত নয়। সাকিব আল হাসান দেশসেরা ক্রিকেটার। টেস্ট অধিনায়কও। দেশসেরা ক্রিকেটার জিম্বাবুয়ে সিরিজে না থেকেও আলোচনায় উঠে এসেছেন। একটি বেটিং কোম্পানির অনলাইন পোর্টালের সঙ্গে চুক্তি করে ক্রীড়াঙ্গনের সব ফোকাস কেড়ে নিয়েছেন। তার এই চুক্তিতে বিব্রতকর অবস্থায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সাকিব চুক্তি করেছেন বেটটউইনার নিউজ নামে একটি অনলাইন পোর্টালের সঙ্গে। পোর্টালটি অনলাইন বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠান। যা বিসিবির সঙ্গে সাংঘর্ষিক। বিসিবির যে কোনো স্পন্সরশিপ ও ইওআই (এক্সপ্রেশনস অব ইন্টারেস্ট) আহ্বানের ক্ষেত্রে পরিষ্কার উল্লেখ আছে টোবাকো, অ্যালকোহল ও কোনো বেটিং সংস্থার এই ধরনের প্রক্রিয়ার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন না কেউ। ক্রিকেটারদের ব্যক্তিগত স্পন্সরশিপ, এন্ডোর্সমেন্ট বা কোনো পণ্যের দূত হওয়ার ক্ষেত্রেও একই নিয়ম। চুক্তি করার আগে বিসিবিকে জানাননি এবং  নিয়ম মানেননি বলে বিসিবি বিষয়টি খতিয়ে দেখবে। গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিরক্ত প্রকাশ করে মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, আমরা অনুমতি দেবই না। দিস ইজ নম্বর ওয়ান, বেটিং সংক্রান্ত কিছু হয়ে থাকলে অনুমতি দেবই না। এটার মানে হচ্ছে, আমাদের কাছে সে অনুমতি চায়নি। দুই নম্বর ব্যাপার হচ্ছে, আদৌ চুক্তি করেছে কিনা, এটাও তো আমার জানতে হবে। আজকের সভায় চুক্তির বিষয়টি আলোচনা হয়েছে। বোর্ড কোনোভাবেই এটা মেনে নেবে না। বেটিংয়ের সঙ্গে এটার কোনোরকম, কোনোকিছুর সংযুক্তি থাকে, বোর্ড এটা কখনোই অ্যালাউ করবে না। এটা অলরেডি আমরা বলেছি।’ উল্লেখ্য, মঙ্গলবার সাকিবের অফিসিয়াল ফেইসবুক থেকে বেটউইনার নিউজের প্রচার করা হয়। সেখানে বেটউইনার নিউজের জার্সি পরা ছবি দিয়ে সাকিব লিখেছেন, ‘বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারিত্বে আমি গর্বিত।’ চুক্তি করার পর এখন পর্যন্ত সাকিব বিষয়টি বিসিবিকে অবহিত করেননি। ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যোগাযোগের কথা না জানানোয় এর আগে সবধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব।

সর্বশেষ খবর