শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
দিল্লিতে বিক্ষোভ

আটকের ছয় ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রতিদিন ডেস্ক

দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ করার সময় দিল্লিতে আটক ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির সব নেতা-কর্মী মুক্তি পেয়েছেন। গতকাল দুপুরে আটকের ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তাঁরা মুক্তি পান বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। দিল্লির পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত কালো পোশাকে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছিল কংগ্রেস। মিছিল শেষে রাষ্ট্রপতি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল। সেই অনুযায়ী রাহুল গান্ধীর নেতৃত্বে গতকাল দিল্লির রাজপথে নামেন ভারতের প্রধান এই বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। কিন্তু রাহুল কর্মসূচিতে যোগ দেওয়ামাত্র তিনিসহ কয়েকজন কংগ্রেস এমপিকে আটক করে দিল্লি পুলিশ। পরে প্রিয়াঙ্কা গান্ধীসহ ৬৫ জন এমপিকে আটক করা হয়। এরপর প্রিয়াঙ্কা-রাহুলসহ কংগ্রেসের অন্যান্য এমপিদের দিল্লির কিংসওয়ে ক্যাম্পে রাখা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিওচিত্র ভাইরাল হয় ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার জেরে পার্লামেন্ট ভবনে বিক্ষোভ শুরু করেন ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যরা। এতে পণ্ড হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভার সদস্যদের অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে মোদির সরকার। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, রাহুল ও প্রিয়াঙ্কা এবং কংগ্রেসের ৬৫ এমপিসহ আটক ৩৩৫ কংগ্রেসকর্মীকে কিংসওয়ে ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর