শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কাইয়া-রাজার জোড়া সেঞ্চুরিতে তামিমদের হার

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে লিটন দাসের। স্ক্যানিং রিপোর্ট, গ্রেড-টু ইনজুরি। লিটনকে মাঠের বাইরে থাকতে হবে ৩-৪ সপ্তাহ। সিরিজের বাকি দুটি ওয়ানডে খেলতে পারবেন না। সিরিজের বাকি দুই ম্যাচের আগে বেশ বড় ধাক্কা পেল তামিম বাহিনী। টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে গতকাল পাত্তাই দেয়নি টাইগারদের। ১০ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয়। স্বাগতিকদের অবিশ্বাস্য জয় উপহার দেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা জোড়া সেঞ্চুরিতে। ৩০০ রান তাড়া করে ওয়ানডে জয়ের রেকর্ড রয়েছে জিম্বাবুয়ের। ২০১১ সালে বুলাওয়েতে নিউজিল্যান্ডের ৩২৯ রান টপকে জিতেছিল ১ উইকেটে। ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার ৩১৭ রান টপকে জিতেছিল ৬ উইকেটে। ২০১৫ সালে হারারেতে ব্ল্যাক ক্যাপসদের হারাতে ৩০৪ রান তাড়া করেছিল স্বাগতিকরা। এবার চতুর্থবারের মতো তিন শতাধিক রান তাড়া করে জিতেছে জিম্বাবুয়ে। যা বাংলাদেশের বিপক্ষে দেশটির সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। টাইগারদের বিপক্ষে আফ্রিকান দেশটি জয় পেয়েছে ২০১৩ সালের পর। গত ৯ বছরে টানা ১৯টি ম্যাচ হারের পর ২০ নম্বর ম্যাচে টাইগারদের হারিয়েছে। অসাধারণ জয়ের ম্যাচে কালা ১১০ রান ও ম্যাচসেরা রাজা খেলেন ১৩৫ রানের অপরাজিত ইনিংস। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। টি-২০ সিরিজ হারের ধাক্কা নিয়ে গতকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে টানা চতুর্থ ম্যাচে টস হারে টাইগাররা। প্রথম ব্যাটিংয়ে উপরের সারির চার ব্যাটার তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ২ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। এনামুল ৮ বছর পর হাফসেঞ্চুরির ইনিংস খেলেন ৭৩ রানের। সেঞ্চুরির আশা জাগিয়ে মাসল পুলে ব্যক্তিগত ৮১ রানে মাঠ ছাড়েন লিটন। এক সিরিজ শেষে মাঠে ফিরে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। সবাইকে ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়েন তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজারি ক্লাবে নাম লেখান টাইগার ওয়ানডে অধিনায়ক। সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসে ৩৩ নম্বর ক্রিকেটার। ৮৯ বলে ৬২ রানের ইনিংস খেলা তামিমের রান ২২৯ ম্যাচের ২২৭ ইনিংসে ৮০০৫। চার হাফসেঞ্চুরিতে টাইগারদের ইনিংসটি নিজেদের ক্রিকেট ইতিহাসে ২৩ নম্বর তিনশোর্ধ্ব স্কোর এবং জিম্বাবুয়ের বিপক্ষে ষষ্ঠ। আফ্রিকান দেশটির বিপক্ষে সর্বোচ্চ দলগত স্কোর ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২, সিলেটে ২০২০ সালে। জিম্বাবুয়ের মাটিতে সর্বোচ্চ ইনিংস ৮ উইকেটে ৩২০ রান।

সর্বশেষ খবর