রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সমতা ফেরানোর ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

৩০৪ রানের টার্গেট ছুড়েও জয় পায়নি তামিম বাহিনী। হেরে যায় ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার জোড়া সেঞ্চুরিতে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৩ ম্যাচ সিরিজের প্রথমটি শুধু হারেইনি টাইগাররা, জোর ধাক্কা খেয়েছে লিটন দাসের ইনজুরিতে। হ্যামস্ট্রিংয়ের টানে লিটন ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে। মিস করবেন সিরিজের বাকি দুটি ম্যাচ। শুধু লিটন নন, ইনজুরিতে পড়েছেন বাঁ হাতি পেসার শরিফুল ইসলামও। দুই ক্রিকেটারের পরিবর্তে টিম ম্যানেজমেন্ট ঢাকা থেকে ডেকে পাঠিয়েছে বাঁ হাতি ওপেনার মোহাম্মদ নাঈম ও ডান হাতি পেসার ইবাদত হোসেনকে। গতকাল রাতে দুজনে রওনাও দিয়েছেন দলের সঙ্গে যোগ দিতে। সিরিজে সমতা আনার ম্যাচে টাইগাররা আজ একাধিক পরিবর্তন নিয়েই মাঠে নামছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামকে দেখা যেতে পারে আজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টায়।

জিম্বাবুয়ে এই প্রথম বাংলাদেশের তিনশোর্ধ্ব রান তাড়া করে ম্যাচ জিতেছে। কাইয়ার ১১০ ও রাজার অপরাজিত ১৩৫ রানে ভর করে এমনভাবে ম্যাচ জিতেছে, বোঝারই উপায় ছিল না যে আগের ১৯ ম্যাচে মুখোমুখিতে টানা হেরেছিল। টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ে সর্বশেষ জিতেছিল ২০১৩ সালে। এরপর শুধু হেরেই চলেছিল। পরশু দুই সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে সহজেই জিতে নেয় ম্যাচ। অবশ্য হারের জন্য বাজে বোলিংয়ের পাশাপাশি বাজে ফিল্ডিং দায়ী। দুই সেঞ্চুরিয়ানের ৩টি ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা। ১৩৫ রানে ম্যাচ জেতানো ইনিংস খেলা রাজা সাজঘরে ফিরতে পারতেন ৪৩ রানে। কাইয়া জীবন পান ৬৮ ও ৭৪ রানে। দুজনের ক্যাচ যদি ধরতে পারত তামিম বাহিনী, তাহলে হয়তো ম্যাচের চিত্র অন্যরকম হতো। আজ সব ভুলে নতুন করে জয়ের টার্গেটে নামবে টাইগাররা। বুধবার তৃতীয় ওয়ানডে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর