সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শুধু বৈধ আয়ে পাচারের টাকা ফেরতের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

শুধু বৈধ আয়ে পাচারের টাকা ফেরতের সুযোগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বাজেটে পাচারের টাকা ফেরত আনার যে সুযোগ দেওয়া হয়েছে তা শুধু বৈধ উপার্জনকারীদের জন্য। অবৈধ আয় বা কালো টাকার মালিকদের এই সুযোগ দেওয়া হয়নি। গতকাল   সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রহমাতুল মুনিম বলেন, বাজেটে পাচারের টাকা ফেরত আনার সুযোগ দেওয়া নিয়ে পত্রিকায় অনেক সমালোচনা হয়েছে। সেজন্য এর একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল।  কেউ যদি বিদেশে টাকা জমা রাখেন বা কোনো বৈধ আয় থাকে, তবে সেই টাকা দেশে আনলে তিনি লাভবান হবেন।

আমরা তাদের জন্য এ সুযোগ রেখেছি। এ জন্য তাদের  কোনো প্রশ্ন করা হবে না। কেউ তার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইবে না। এই টাকা দেশে এলে অর্থনীতির মূল  স্রোতে যুক্ত হবে। অর্থ ফেরত আনার এমন সুযোগ দিয়ে বিশ্বের অনেক দেশ ভালো ফল পেয়েছে। এনবিআর  চেয়ারম্যান বলেন, কালো টাকার মালিকের সংখ্যা কম। যারা বৈধভাবে আয় করে তারাই বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর