মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ ব্যাংকের সার্র্কুলার

পাচার অর্থ ৭ শতাংশ কর দিয়ে আনা যাবে

নিজস্ব প্রতিবেদক

দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপে সায় দিয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে পাঠানো নির্দেশনা দিয়েছে চলতি বছরের জুলাই থেকে কোনো প্রশ্ন ছাড়া পাচার করা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা যাবে। ৭ শতাংশ কর দিয়ে দেশের বাইরে থেকে সেই টাকা নিয়ে আসা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের বাইরে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের ১ জুলাই হতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। আগামী বছরের (২০২৩ সালের) ৩০ জুন পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে। অর্থ আইন ২০২২-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা-১৯এফ অনুসারে এ অর্থ বৈধভাবে দেশে আনা যাবে। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে দেশ থেকে পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এ টাকা দেশে ফেরত আনা হবে কীভাবে, সেটি এতদিন অনেকের কাছে স্পষ্ট ছিল না। তাই বিভ্রান্তি দূর করতে বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা দেওয়া হলো।

সর্বশেষ খবর