শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা
পররাষ্ট্রমন্ত্রী বললেন

সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বক্তব্য সত্য নয়। রাষ্ট্রদূত মিথ্যা কথা বলেছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার ব্যাপারে বাংলাদেশ সরকার নির্দিষ্ট করে তথ্য চায়নি- সুইস রাষ্ট্রদূতের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মিথ্যা কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিব জানিয়েছেন, তারা আগে তথ্য চেয়েছেন। যার বিপরীতে সুইজারল্যান্ড  কোনো উত্তর দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করেছি; তিনি বলেছেন আগেই তথ্য চাওয়া হয়েছে কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। এর পরিপ্রেক্ষিতে আমি বলেছি, বিষয়টি দেশবাসীকে জানিয়ে দিতে। কারণ এ রকম মিথ্যা কথা বলে পার পাওয়া উচিত নয়। রাষ্ট্রদূতের বক্তব্য মিথ্যা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস দূতাবাসে যোগাযোগ করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে গভর্নর কিংবা অর্থ মন্ত্রণালয় আগে একটি স্টেটমেন্ট দেওয়ার পর আমরা তাদের বলব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর