শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যা, দগ্ধ স্ত্রী-সন্তান

বরগুনা প্রতিনিধি

বরগুনায় এক ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন তার স্ত্রী ও দুই সন্তান।

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে বুধবার ভোররাতে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ ২ নম্বর ওয়ার্ডের সদস্য শামিম খান মারা গেছেন। গতকাল বেলা পৌনে ১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে বুধবার আনার পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১টার দিকে তিনি মারা যান। বুধবার ভোররাতে শামিমের বসতঘরের দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজনের চিৎকারে ঘরে ঘুমিয়ে থাকা শামিম তাঁর স্ত্রী ও দুই সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন। তাঁর দুই হাত, বাহু, বুকসহ শরীরের ৬০ ভাগ পুড়ে যায়।

বুধবার সকালে তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর