শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিএনপি হারিকেন ধরেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি হারিকেন ধরেছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন ধানের শীষ বাদ দিয়ে হারিকেন ধরেছে। রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রথমে মুসলিম লীগের মার্কা ছিল বাইসাইকেল। পরে মুসলিম লীগ মার্কা পরিবর্তন করে হারিকেন ধরে। এখন হারিকেন দিয়েও মুসলিম লীগ খুঁজে পাওয়া যায় না। বিএনপি ধানের শীষ বাদ দিয়ে যখন হারিকেন ধরেছে, আমার সন্দেহ হচ্ছে কদিন পরে হারিকেন দিয়েও হয়তো বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্থানীয় এমপি আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তথ্যমন্ত্রী বলেন, দেশে ডিজেলের মূল্য ১১৪ টাকা, পাশের দেশ ভারতের কলকাতায় সেটি ১১৬ টাকা।

অর্থাৎ কলকাতার চেয়ে এখনো দাম কম আছে। আগে ওই দেশ থেকে পণ্য নিয়ে যেসব ট্রাক আসত, ফিরে যাওয়ার সময় তারা তেল নিয়ে যেত। এভাবে তেল পাচার হচ্ছিল। সেটি বন্ধ হবে। বিশ্ববাজারে তেলের দাম কমলে সরকার সেটি সমন্বয় করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, ড. ইউনূস ও পাকিস্তান এক সূত্রে গাঁথা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর