শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ব্যাংকের সব শাখায় বিক্রি হবে ডলার

নিজস্ব প্রতিবেদক

কারসাজি রোধে ব্যাংকের সাধারণ শাখাগুলোয় খুচরা ডলার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান মানি এক্সচেঞ্জের ওপর নির্ভরশীলতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। আগামীকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে তাঁরা জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে সারা দেশে ব্যাংকের শাখায় বৈদেশিক মুদ্রা লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ২০০ অনুমোদিত ডিলার বা এডি শাখা ও ২৩৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবস্থা রয়েছে। এখন ব্যাংকগুলোর শাখার মাধ্যমে সারা দেশে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হবে। এজন্য ব্যাংকগুলো তাদের কোন কোন শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন করবে তার তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। এসব শাখার একটি উপবিভাগ থেকে শুধু বৈদেশিক মুদ্রা লেনদেন হবে।

 

সর্বশেষ খবর