সোমবার, ১৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঢাকায় ব্যস্ত জাতিসংঘ মানবাধিকার প্রধান, তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় ব্যস্ত জাতিসংঘ মানবাধিকার প্রধান, তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক

মিশেল ব্যাচলেট

বাংলাদেশে কোনো গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ড নেই বলে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে আমরা বলেছি গুম বলে আমাদের দেশে কোনো শব্দ নেই। তবে, কিছু কিছু লোক বলেছে যে ৭৬ জন লোক গত ১০ বছরে নিখোঁজ হয়েছেন। তারা বলছে যে, সরকার নিখোঁজ করেছে। এই ৭৬ জনের মধ্যে ১০ জনকে পাওয়া গেছে, ঘোরাঘুরি করছে। বাকিগুলো আমরা ঠিক জানি না। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচলেট গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা, গুম, বিচারবহির্ভূতহত্যার মতো অভিযোগগুলো নিয়ে আলোচনা হয়েছে।

চার দিনের সফরে গতকাল সকালে ঢাকা এসেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সর্বশেষ খবর