মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

এটা অবহেলা দায়হীনতা

নিজস্ব প্রতিবেদক

এটা অবহেলা দায়হীনতা

ইকবাল হাবিব

উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারে চাপা পড়ে প্রাইভেট কারের কয়েক যাত্রীর মৃত্যুকে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে মনে করছেন স্থপতি ইকবাল হাবিব। এ ছাড়া দায়হীনতা, সুরাহা না করার প্রবণতায় পুরান ঢাকায় বারবার অগ্নিকাণ্ড ঘটছে বলেও মনে করেন তিনি। গতকাল ঢাকার দুই মর্মান্তিক দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনকে এ সব কথা বলেন। এই নগর পরিকল্পনাবিদ বলেন, পুরান ঢাকায় আবারও অগ্নিকাণ্ড সুরাহা না করার প্রবণতা থেকে হত্যাকাণ্ড। কিন্তু উত্তরার ঘটনা তা নয়, উত্তরার ঘটনা হচ্ছে অবহেলা-দায়িত্বহীনতার কারণে হত্যাকাণ্ড।

ইকবাল হাবিব বলেন, নিমতলীর ঘটনার পর থেকে পুরান ঢাকার অগ্নিকাণ্ড নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। তদন্ত কমিটি হয়েছে, নানা সুপারিশ এসেছে। শুধু সুপারিশই নয়, একই সঙ্গে আমাদের সিটি করপোরেশনের মেয়র, মন্ত্রী, আমলারা নানা অঙ্গীকার করেছেন। কিন্তু একটাও কোনো কাজে আসেনি। এই যে তদন্ত হলো, সুপারিশ এলো কিন্তু সুরাহা হয় না। এ দায়হীনতার জন্য বারবার অগ্নিকাণ্ড ঘটছে। আমার মনে হয়, ভীষণ রকম অবহেলা রয়েছে পুরান ঢাকার প্রতি। ভূমি ও ভবন ব্যবহারের পরিকল্পিত যে অনুশাসন রয়েছে তা কেউ মানছে না। তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে পুরান ঢাকাকে উদ্ধার করা যেত, কিন্তু কোনো ধরনের চেষ্টা হলো না। ফলে চুড়িহাট্টার ঘটনার এক ধরনের পুনরাবৃত্তি হলো। তিনি বলেন, পুনরাবৃত্তি মেনে নেওয়ার একটা প্রবণতা হয়তো বা আমাদের সবার মধ্যে রয়েছে। এ মৃত্যুগুলো দায়হীনতার জায়গা থেকে এক ধরনের মেনে নেওয়ার সংস্কৃতির মৃত্যু। উত্তরার ঘটনার বিষয়ে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, উত্তরার বিষয়টি হলো একেবারেই অবহেলাজনিত হত্যাকাণ্ড। কারণ এ প্রকল্পে আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তখন একজন নিহত হয়েছেন। দুজন আহত হয়েছেন। তখনো এ প্রকল্প পরিচালককে সতর্ক করা হয়েছিল। মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, সব বড় বড় প্রকল্পে জনদুর্ভোগ ও জননিরাপত্তায় আলাদা অর্থ বরাদ্দ থাকে। ওই অর্থ যথাযথ ব্যবহার হলো কি না তা দেখার দায়িত্ব কিন্তু প্রকল্প পরিচালকের। এই পিডিকে আমরা আগেরবারও মৃত্যুর জন্য দায়ী করতে পারিনি, এবারও তিনি নির্বিকার। তিনি বলেছেন, কিছু একটা ছিঁড়ে পড়েছে হয়তো। তিনি বলেন, উত্তরায় এত বড় ক্রেন দিয়ে ১৫০-২০০ টনের গার্ডার যখন সরাচ্ছে, তখন তার নিচে যথাযথ প্রতিবন্ধক, ট্র্যাফিক ডাইভারসন করা উচিত ছিল। তা না করে নির্বিঘ্নে এত বড় একটা অন্যায় কাজ করার সহস পায় কোথা থেকে? অতীতে তারা ছোট ছোট অন্যায় করেছে কিন্তু কিছুই হয়নি। তবে এই না হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে যদি হওয়ানোর ব্যবস্থা করতে পারে তবেই সরকারের বিভিন্ন প্রকল্পে জননিরাপত্তা খাতে যে বরাদ্দ তার উপযুক্ত ব্যবহার হবে এবং জননিরাপত্তা হবে। গতকাল পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর সোয়া দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দুপুর ১২টার দিকে কামালবাগের দেবীদাস ঘাট এলাকার ওই কারখানায় আগুন লাগে। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডারে চাপা পড়ে একটি প্রাইভেট কারের চার যাত্রীর মৃত্যু হয়েছে। বিকাল সোয়া ৪টার দিকে জসীমউদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর