শিরোনাম
বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দুর্ঘটনা নয়, এগুলো হত্যাকাণ্ড

হাসান ইমন

দুর্ঘটনা নয়, এগুলো হত্যাকাণ্ড

মোবাশ্বের হোসেন

পুরান ঢাকায় সোমবার অগ্নিকাণ্ডে ছয়জন এবং উত্তরার জসীমউদ্দিনে গার্ডার পড়ে প্রাইভেট কারে পাঁচজন নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড বলে মনে করেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে এ মন্তব্য করে বলেন, প্রায়ই অগ্নিকাণ্ড এবং প্রকল্প সংশ্লিষ্টদের উদাসীনতায় মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। এসব ঘটনা দুর্ঘটনা নয়, এগুলো হত্যাকাণ্ড। উদাহরণ দিয়ে তিনি বলেন, বাড়ির ছাদে রেলিং নেই, সে জন্য বাচ্চারা ছাদ থেকে পড়ে মারা যায়। এই ঘটনাটি কি দুর্ঘটনা হিসেবে দেখা হবে? নাকি হত্যাকাণ্ড হিসেবে দেখা হবে? আর এই ঘটনা রোধে বাড়ির মালিক হয়তো ছাদে রেলিং দেবেন বা ছাদের গেট বন্ধ করে দেবেন, যাতে বাচ্চারা উঠতে না পারে। তেমনিভাবে উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দফতরগুলোর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখে কার্যক্রম পরিচালনা করা উচিত। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, একটি গার্ডার সরাতে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত তার কোনোটাই সেদিন মেনে চলেনি বিআরটি কর্তৃপক্ষ। ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে, তারা দুর্ঘটনার দায় এড়াতে পারে না। আর বছরের পর বছর ধরে একটি প্রকল্প চলতে পারে না। সোমবারের দুর্ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা চান তিনি। এই নগর বিশেষজ্ঞ বলেন, এ ধরনের ভারী কোনো বস্তু বহনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় মেনে চলতে হয়। যার মধ্যে সবার আগে থাকতে হবে পরিকল্পিত পরিকল্পনা। এর মধ্যে কীভাবে হেভিওয়েট গার্ডার সরানো হবে? তার ওজন কত? কী দিয়ে সরানো হবে? সেটির ক্ষমতা কতটা? এটি কোথা থেকে কোথায় যাবে তাও নির্দিষ্ট করতে হবে। ওই ক্রেন যিনি চালাবেন-তার যথেষ্ট অভিজ্ঞতা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন মানুষ কাছ থেকে যেটুকু ওজন উঠাতে পারবে, ঠিক এক হাত দূর থেকে সে পরিমাণ ওজন উঠাতে পারবে না। তিনি এটা কতদূর বহন করতে পারবেন সেটাও বিবেচ্য। প্রকল্পের মেয়াদ বাড়ানো লাভজনক উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রায় সব প্রকল্পই নির্দিষ্ট মেয়াদে বাস্তবায়ন হয় না। কারণ প্রকল্পের মেয়াদ বাড়াতে পারলে সংশ্লিষ্টদের পকেট ভারী হয়। অথচ বিদেশে প্রকল্প নির্দিষ্ট মেয়াদে শেষ না করতে পারলে তাদের পেনাল্টি দিতে হয়। আর আমাদের ক্ষেত্রে তার উল্টো। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, নিমতলীর মতো ঠিক একই কারণে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনাকে আমি হত্যাকাণ্ড বলব। কারণ নিমতলীর ঘটনার পর যে সুপারিশগুলো করা হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হলে এই দুর্ঘটনাগুলো ঘটত না। তিনি বলেন, এই দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট দফতরও এড়াতে পারে না। এই স্থপতি বলেন, পুরান ঢাকা বসবাসের জন্য খুবই বিপজ্জনক। আবাসিক এলাকার মধ্যে কলকারখানা, দোকানপাট, কেমিক্যাল ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় দাহ্যপদার্থ থাকে। ফলে জায়গাটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আদালত থেকে হুকুম দেওয়া হয়েছে পুরান ঢাকা থেকে এসব প্রতিষ্ঠান সরানোর জন্য। এখন আইনের মাধ্যমে কঠোর হয়ে তাদের সরাতে হবে। এ জন্য সিটি করপোরেশন, রাজউক, পরিবেশ অধিদফতর, শিল্প অধিদফতরকে ভূমিকা রাখতে হবে। শুধু মুখের কথায় হবে না। কারণ কারোরই দায় এড়ানো সম্ভব নয়।

 

সর্বশেষ খবর