বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়ল

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ফলে অভ্যন্তরীণ নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কি.মি. ভাড়া বর্তমান দুই টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দাঁড়াল তিন টাকা। পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা থেকে বেড়ে হলো দুই টাকা ৬০ পয়সা। আর ডেকের চারগুণ বেশি ভাড়া হবে কেবিনের। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে। নতুন এই ভাড়া গতকাল থেকেই কার্যকর হওয়ার কথা জানায় নৌপরিবহন মন্ত্রণালয়। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নৌযানে যাত্রী পরিবহনে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনরায় নির্ধারণ করা হয়। এতে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২.৩০ টাকা থেকে ৭০ পয়সা বৃদ্ধি করে তিন টাকা করা হয়। আর প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া দুই টাকা থেকে ৬০ পয়সা বৃদ্ধি করে ২.৬০ টাকা করা হয়। তাছাড়া সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর