বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেবে তরুণরা : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা ছিলেন বিশ্বের শোষিত-নিপীড়িত-বঞ্চিত মানুষের মুক্তির অগ্রনায়ক। দুঃখ-দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের প্রতি ছিল তাঁর গভীর মমত্ববোধ। বঙ্গবন্ধু ছিলেন অকুতোভয়, আপসহীন। অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তাঁর রাজনৈতিক মূল দর্শন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তরুণ সমাজ দেশকে এগিয়ে নিবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে গতকাল ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক সফররত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা নেতারা। সভায় জাতির পিতার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

সর্বশেষ খবর