বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দেশে সুশাসন দরকার

নিজস্ব প্রতিবেদক

দেশে সুশাসন দরকার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। দেশে সুশাসন দরকার। জবাবদিহিতা দরকার। আর এ জন্য দরকার নিরপেক্ষ নির্বাচন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনতার অধিকার পার্টি (পিআরপি) নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিআরপি চেয়ারম্যান তারিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, মহাসচিব মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম মিন্টু। পরে অতিথিরা নতুন এ রাজনৈতিক দলের লোগো উন্মোচন করেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার নিশ্চিত করতে হয়। তিনি বলেন, খালেদা জিয়াকে আগে জামিন করতে হবে। খালেদা জিয়াকে ছাড়া দেশ চলবে না। বিনা বিচারে অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। দেশের মানুষ কষ্টে আছে। তিনি বলেন, ‘বিরোধী দলকে প্রধানমন্ত্রী বললেন চা খেয়ে যান। তারপরই ভোলায় পুলিশের গুলিতে দুজন মারা গেলেন। তার মানে উনার হাতে ক্ষমতা নাই। ক্ষমতা অন্যদের হাতে। চাবিকাঠি অন্য জায়গায়। জনশুমারি ও গৃহগণনার সমালোচনা করে জাফরুল্লাহ বলেন, আমাকেও আদমশুমারিতে ধরেনি। কলমের এক খোঁচায় সাড়ে ১৮ কোটি থেকে জনসংখ্যা সাড়ে ১৬ কোটি হয়ে গেল। মাহামুদুর রহমান মান্না বলেন, সরকারের মন্ত্রীদের বাসায় কোনো লোডশেডিং নেই। এক মুহূর্তের জন্য তারা আরাম ছাড়তে রাজি নয়।

আত্মপ্রকাশ হওয়া জনতার অধিকার পার্টির সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন নতুন দলটির চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘জনতার অধিকার পার্টি জাতির সঙ্গে বেইমানি করবে না। দেশের মানুষের জন্য কাজ করে যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর