বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা

শিক্ষার্থীদের প্রতিবাদ রেলপথে শুয়ে

লাকসাম প্রতিনিধি

শিক্ষার্থীদের মারধর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আড়াই ঘণ্টা আটকে রেখে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে লাকসাম জংশনে পৌঁছলে রেলপথে শুয়ে ট্রেনটি আটকে দেন তারা। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তিন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) বরখাস্ত করলে রাত সোয়া ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে ট্রেনটি লাকসাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার বিকালে চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বিরতিহীন সোনার বাংলা ট্রেনে ওঠেন। লাকসামে সোনার বাংলা এক্সপ্রেসের বিরতি না থাকলেও সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে লাকসাম জংশন স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করে। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তাদের মারধর ও দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে ট্রেন আটকে দেন। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী রেলপথে ট্রেনের সামনে শুয়ে অবরোধ করেন। শিক্ষার্থীদের বিক্ষোভে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিও প্রায় দেড় ঘণ্টা আটকে থাকে। খবর পেয়ে লাকসামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, রেলওয়ে চট্টগ্রামের ব্যবস্থাপক আবুল কালাম চৌধুরী, লাকসাম সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম, লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন, লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দীন খন্দকার শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা বৈঠক করেন। শিক্ষার্থীরা জানান, তারা ট্রেনের টিকিট কাটার সময় পাননি। বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ায় তাদের কাছে ৪০৫ টাকার জায়গায় ৮১০ টাকা দাবি করা হয়। এ নিয়ে তাদের সঙ্গে টিটিইর বাগ্বিতণ্ডা হয়। পরে দুই ছাত্রকে মারধর করা হয় বলেও তারা অভিযাগ করেন। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক আবুল কালাম চৌধুরী বলেন, ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিটিই ও লাকসাম রেলওয়ে জংশনে কর্মরত ভারপ্রাপ্ত জুনিয়র পরিদর্শক আমিনুল ইসলামসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তিনি বলেন, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ট্রেনটি লাকসামে থামার কথা নয়। থামানোর সঙ্গে যে যতটুকু জড়িত, তাকে ততটুকু শাস্তি দেওয়া হবে। সোনার বাংলা ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে জানিয়ে আবুল কালাম চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে সারা দেশ থেকে শিক্ষার্থীরা আসায় বিশেষ ব্যবস্থায় ট্রেনটি চালু করা হয়। এর পরও এভাবে শিক্ষার্থীদের হেনস্তা করা দুঃখজনক।

 

সর্বশেষ খবর