শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডিসেম্বরের মধ্যে ইভিএমে রংপুর সিটিতে ভোট

নিজস্ব প্রতিবেদক

রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ এ সিটি নির্বাচনের দিন গণনা শুরু হচ্ছে। পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পরিকল্পনা রয়েছে, সে হিসেবে চলছে প্রস্তুতি। ইভিএমে এ সিটিতে ভোট হবে। বিগত সিটি নির্বাচনে ঝুঁকিপূর্ণ তিন কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হলেও এবারে সব কেন্দ্রে ব্যবহারের চিন্তা করছে কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৭ সালের ২১ ডিসেম্বর এ সিটিতে নির্বাচন হয়। এ সিটির প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী সিটির মেয়াদ প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সে হিসেবে এ সিটির জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠানের জন্য দিন গণনা শুরু হচ্ছে আজ ১৯ আগস্ট। নির্বাচন হবে বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে। আইন অনুযায়ী কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। এদিকে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। শিগগিরই এ নির্বাচন নিয়ে কমিশন বৈঠকে বসবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রসিক নির্বাচনের ফাইল উপস্থাপনের জন্য কমিশন বলেছে। আগামী কমিশন সভায় ভোটের বিষয় উপস্থাপন হতে পারে। ২০১৭ সালে রংপুর সিটির পুরো নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল ইভিএমে। বিগত কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন ওই নির্বাচনে ইভিএম ব্যবহার করে ব্যাপক সফলতা পায়। কোনো প্রকার সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সে সময় ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। বর্তমানে এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। ভোটার ৪ লাখের বেশি। ২০১২ সালের ২৮ জুন রংপুর পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন নির্দলীয়ভাবে হলেও ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচন হয় দলীয় প্রতীকে। দ্বিতীয় নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। পুরুষ ১ লাখ ৯৬ হাজার ২৫৬, নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। কেন্দ্র ছিল ১৯৩টি। ভোটকক্ষ ছিল ১ হাজার ১৭৮টি। এবারে ভোটার ৪ লাখের বেশি।

সর্বশেষ খবর