শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ফের বোমায় কাঁপল কাবুল ইমামসহ নিহত ২১

মসজিদে বিস্ফোরণ

প্রতিদিন ডেস্ক

ফের বোমায় কাঁপল কাবুল ইমামসহ নিহত ২১

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে পেশ ইমামসহ অন্তত ২১ জন নিহত ও ৪০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন। কাবুলের সারকুতাল খয়েরখানা এলাকায় ‘সিদ্দিকিয়া’ মসজিদে বুধবার এশার নামাজের সময় এ বোমা হামলা হয়। সূত্র : আলজাজিরা

আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ জানিয়েছে, নিহতের মধ্যে সুফি আলেম আমির মোহাম্মাদ কাবুলিও রয়েছেন। তিনি সিদ্দিকিয়া মসজিদের পেশ ইমাম। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরালো বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনের কাচ গুঁড়িয়ে যায়। কাবুলের মূল হাসপাতাল পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইমারজেন্সি’র প্রধান স্টিফানো সোজ্জা জানিয়েছেন, তাঁরা শিশুসহ মোট ৩৫ জনকে চিকিৎসা  দিয়েছেন। কোনো দল বা গোষ্ঠী তাৎক্ষণিক এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ক্ষমতায় আসার পর এ ধরনের বহু রক্তক্ষয়ী হামলার দায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস [দায়েশ] স্বীকার করেছে। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান সরকার যদিও আফগানিস্তানে আইএসের উপস্থিতিকে ততটা গুরুত্ব দিতে নারাজ; তবে তারা আফগানিস্তানের মাটি থেকে আইএসকে পুরোপুরি উৎখাতের প্রত্যয় জানিয়েছে। বুধবারের বিস্ফোরণের মতো একের পর এক বিস্ফোরণ প্রমাণ করে আইএসকে দমনের প্রতিশ্রুতি পূরণ করতে তালেবান ব্যর্থ হয়েছে। ২৯ এপ্রিলও কাবুলের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হন। এ ছাড়া শুক্রবার কাবুলে মহররমের শোক পালনকারী একদল মানুষের ওপর চালানো বোমা হামলায় অন্তত আটজন নিহত হন।

সর্বশেষ খবর