শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

চা শ্রমিকের ১২০ টাকা ন্যায্য মজুরি হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

চা শ্রমিকের ১২০ টাকা ন্যায্য মজুরি হতে পারে না

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, এই দুর্মূল্যের বাজারে ১২০ টাকা ন্যায্য মজুরি হতে পারে না। এটা বাড়ানো উচিত। এমনিতেই করোনার পর থেকে সব ধরনের জিনিসপত্রের দাম ঊর্র্ধ্বমুখী। জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়তই  বাড়ছে। এতে ১২০ টাকা কোনোভাবেই ন্যায্য মজুরি হতে পারে না। শ্রমিকরা যে আন্দোলন করছে তাদের সে আন্দোলন খুবই যৌক্তিক। চা শ্রমিকরা জীবনধারণের বেলায় খুব একটা সুযোগ-সুবিধাও পায় না। তাদের শিক্ষার সুযোগও কম। চা শ্রমিকদের ১২০ টাকা মজুরি অন্যায় কিংবা শোষণ কি না? এ প্রসঙ্গে প্রবীণ এই অর্থনীতিবিদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শোষণের মাপকাঠি নির্ণয় করা কঠিন। তবে এটার জন্য কোনো মাপকাঠিরও প্রয়োজন হয় না। এমনিতেই বলা যায় এই সময়ে এসে ১২০ টাকা মজুরি যথেষ্ট নয়। তাদের সঠিক মজুরি দেওয়া প্রয়োজন। মালিকরা বলবেন আমাদের লাভ হচ্ছে না, শ্রমিকরা বলবেন আমাদের মজুরি কম। জীবন চলে না। কিন্তু এই বিতর্কে যাওয়া যাবে না। বরং উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের জীবন ধারণ সংকটাপন্ন হয়ে পড়েছে। এটাকে আমলে নিয়ে তাদের মজুরি বাড়ানো অত্যন্ত সময়োপযোগী। এ জন্য আন্দোলনরত শ্রমিকদের কথা শুনে তাদের দাবি অনুযায়ী মালিক-শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিদের এক সঙ্গে বসে মজুরি বাড়ানোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর