শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কালো পতাকা মিছিল, সমাবেশ

আমার বক্তব্য টুইস্ট করা হয়েছে : মোমেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রীর আগমনের প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ‘বিক্ষুব্ধ সনাতন সমাজ’ এবং ‘ঐক্যবদ্ধ সনাতন সমাজ’ নামে দুটি সংগঠন। গতকাল বিকালে নগরের চেরাগী মোড়ে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, সাধারণ সম্পাদক অশোক দেব, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ  ঘোষ, অ্যাডভোকেট রুবেল পাল, হিন্দু মহাজোট চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট যীশু রক্ষিত, কাঞ্চন আচার্য্য প্রমুখ। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘জন্মাষ্টমী উদযাপন পরিষদের অনুষ্ঠানের আমরা অংশীদার। আমরা চাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সব আয়োজন সার্থক ও সফল হোক। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দেশের বাইরে প্রচার করেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন নিয়ে গণমাধ্যমে যা প্রচার করা হয় বা হিন্দু সম্প্রদায় যেসব ঘটনা নিয়ে প্রতিবাদ করেন সেসব মিথ্যা। তিনি বারবার বলেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হয়নি।’ রানা দাশগুপ্ত বলেন, ‘দেশের সংবাদ মাধ্যম ও সংখ্যালঘুরা নির্যাতন নিয়ে মিথ্যাচার করেন’- পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের অপপ্রচার ও অসত্য ভাষণের আমরা অতীতেও প্রতিবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি। গত পরশু হঠাৎ আমরা জানতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তখন চট্টগ্রামের ঐক্যবদ্ধ সনাতন সমাজ বিক্ষুব্ধ গোষ্ঠীর পক্ষে মাঠে নামার ঘোষণা দেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুুষ পররাষ্ট্রমন্ত্রীর এ সফর মেনে নিতে পারছেন না। এ আগমনের বিরুদ্ধে যে প্রতিবাদ তা মূলত পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ। এ প্রতিবাদ সংখ্যালঘু জনগণের অধিকার আদায়ের প্রতিবাদ। আজ এই অবস্থান থেকে কালো পতাকা মিছিল সারা দেশে ছড়িয়ে পড়বে। এই প্রতিবাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে একটি বার্তা যাবে যে, ভবিষ্যতে জাতিগত সংখ্যালঘুবিরোধী কাউকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন না। যদি আমন্ত্রণ জানান তবে সাধারণ মানুষ এভাবে রাস্তায় নামবে। রাজপথে ধিক্কার জানাবে এবং মিছিল করবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল আন্দরকিল্লার দিকে যায়। এ সময় মিছিলকারীদের হাতে কালো পতাকা এবং মুখে কালো কাপড় বাঁধা ছিল। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুুল মোমেন বলেছেন, তাঁর বক্তব্য ‘টুইস্ট’ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর জেএম সেন হল মাঠে গতকাল জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

 

সর্বশেষ খবর