শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা
প্রাইভেট কারে শিক্ষক দম্পতির লাশ

ফুসফুস-কিডনিতে জমাট রক্ত, নমুনা সিআইডিতে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রাইভেট কার থেকে উদ্ধার শিক্ষক দম্পতির লাশের ময়নাতদন্ত ও জানাজা শেষে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের পারিবারিক গোরস্থানে দাফন হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মো. শাফি মোহাইমেন জানান, লাশ দুটির ময়নাতদন্ত করা হয়েছে। তাঁদের ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া গেছে। এটি খাবারে বিষক্রিয়া বা অন্য কারণেও হতে পারে। তাই তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী বলেন, বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল মর্গে ময়নাতদন্ত সম্পন্নের পর রাতে লাশ স্বজনদের হস্তান্তর করা হয়। তাদের মৃত্যুর কোনো ক্লু এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও ভিসেরা রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুরহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  এ ব্যাপারে গত রাতে গাছা থানায় মামলা হয়েছে। নিহত শিক্ষক জিয়াউর রহমানের মেজ ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।

নিহত জিয়াউর রহমানের ভগ্নিপতি মাওলানা আবদুর রশিদ জানান, ময়নাতদন্ত সম্পন্নের পর রাত ৮টার দিকে টঙ্গীর শহীদস্মৃতি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুন (৫১), তাঁর স্ত্রী আমজাদ আলী সরকার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার জলি (৩৫)-এর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাছা থানার কামারজুরি এলাকার বাসার পাশে তাঁদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িকাঁঠাল এলাকায় নেওয়া হয়। রাত ২টার দিকে সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে এ দম্পতিকে দাফন করা হয়। লাশ দাফন প্রক্রিয়া সম্পন্নের কারণে থানায় মামলা দায়েরে দেরি হয়েছে। বুধবার বিকালে বিদ্যালয়ের কাজ শেষে ব্যক্তিগত প্রাইভেট কারযোগে কামারজুরির বাসায় ফিরছিলেন এ দম্পতি। পথে তাঁরা নিখোঁজ হন। দীর্ঘ সময়ে বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে বাড়ির কাছে গাছা থানার বড়বাড়ির বগারটেক এলাকায় হারবাইদ-বড়বাড়ি সড়কের পাশে পরিত্যক্ত প্রাইভেট কার থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর