শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শ্রীমঙ্গলে টিলা ধসে চার নারী শ্রমিক নিহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে টিলা ধসে চার নারী শ্রমিক নিহত

শ্রীমঙ্গলে চা বাগানের মাটি আনতে গিয়ে টিলার মাটি ধসে চার চা শ্রমিক মারা যান -বাংলাদেশ প্রতিদিন

শ্রীমঙ্গলে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের দুজনসহ চার নারী চা শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার লাখাইছড়া চা বাগানের টিলা থেকে গতকাল মাটি আনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তাঁরা। নিহতরা হলেন হীরামণি ভৌমিক (৩৪), পূর্ণিমা ভৌমিক (২৩), রাধা ভৌমিক (৩৪) ও রীনা ভৌমিক (২৩)। তাঁরা সবাই ওই চা বাগানের ৩ নম্বর শ্রমিক লাইনের জংলী টিলার বাসিন্দা। হীরামণি ও পূর্ণিমা সম্পর্কে জা।

টিলার বাসিন্দা সিরতি কন্দ জানান, হঠাৎ শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন সামনের টিলায় মাটি  ধসে পড়েছে। মাঠির নিচে মানুষ দেখা যাচ্ছে। তিনি ডাকাডাকি করলে আশপাশের শ্রমিকরা এসে মাটি সরিয়ে পাঁচজনকে বের করে আনেন। এর মধ্যে ১৩ বছরের কিশোরী অঞ্জনা ভৌমিকের কোমর পর্যন্ত মাটি চাপা ছিল। অন্য চারজন মাটির নিচে ছিলেন। মাটিচাপা থেকে বেঁচে যাওয়া অঞ্জনা ভৌমিক বলে, ‘তিনজন একসঙ্গে মাটি আনতে ওই টিলায় গিয়েছিলাম। সেখানে আগে থেকেই আরও চারজন ছিলেন। পরে আমি টিলার ভিতর থেকে সরে এলাম। দুজন আগেই চলে গেছেন। মুহূর্তেই মাটি ধসে পড়ল।’

লাইন চৌকিদার মহেশ্বর তাঁতি জানান, ওই মহিলারা টিলা থেকে ঘর লেপার মাটি নিতে এসেছিলেন।

সরেজমিন দেখা যায়, মাটি কেটে নেওয়ায় টিলাটি গর্তে পরিণত হয়েছে। টিলার ওপরে রয়েছে প্রায় ৫০টি মাটির ঘর। এসব ঘরে ঝুঁকি নিয়েই বসবাস করছেন শ্রমিকরা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, ‘জায়গাটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চা বাগান কর্তৃপক্ষকে কাঁটাতারের বেড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টিলার ওপর যেসব পরিবার রয়েছে তাদের অন্যত্র পুনর্বাসন করতে বলা হয়েছে।’

সর্বশেষ খবর