বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সংবিধান বাইপাস করা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

সংবিধান বাইপাস করা সম্ভব নয়

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান বাইপাস করে একটি দলকে নির্বাচনে আনা সম্ভব নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনাসভায় বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. শহীদুল্লাহসহ ১৪ দলের নেতারা। আমু বলেন, দেশে যাই করতে হবে সংবিধান অনুযায়ী করতে হবে। কোনো একটি দলকে আনুকূল্য দিয়ে সংবিধান বাইপাস করে নির্বাচনে আনতে হবে এমনটি সম্ভব নয়। এমন তো না যে, একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না। যে সেই দলকে বেশি আনুকূল্য দিতে গিয়ে অন্যান্য দল উঠে যাচ্ছে। আজ যারা ব্যবসায়ী সিন্ডিকেট, এগুলো কাদের সৃষ্টি? আপনারা খোঁজ নেন। এই যে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে মালিক শ্রেণি, এরা কারা? এরা বিরোধী শক্তি। তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলছেন, ভোটব্যবস্থা নিয়ে কথা বলছেন, নির্বাচন কমিশনের সামনে না গিয়ে বাইরে বিবৃতি দিচ্ছেন, তাদের চেহারাগুলো আয়নায় দেখেই বলতে পারছেন। যারা ভোট কারচুপি করে হাইজ্যাক করেছিল, তারাই আজকে বড় বড় কথা বলে। যারা আজকে গুম-হত্যার কথা বলে, ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত জোট যে নারকীয় হত্যাকাণ্ড এবং নারী নির্যাতন করেছিল, সেটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না, বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল। আমু বলেন, আমাদের দেশের যারা প্রগতিশীল, স্বাধীনতার পক্ষের শক্তি সবাইকে এক কথা বলতে হবে। আমি বলছি না যে, সবাইকে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হবে। কিন্তু এমন কিছু বলা উচিত না যেন স্বাধীনতাবিরোধী শক্তি আরও শক্তি জোগাতে পারে। এ দেশ যদি পিছিয়ে থাকে, সমাজতন্ত্র থেকে যদি পিছিয়ে থাকে, তার জন্য তারাই দায়ী। কিন্তু আমি বুঝি না যে, সমাজতান্ত্রিক দলের লোকেরা তাদের সঙ্গে কীভাবে কথা বলে? আমি মনে করি, আজ এ দেশের গণতন্ত্রের ধারা উন্নয়নের যে ধারাবাহিকতা তা রক্ষার্থে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করা উচিত।

 

সর্বশেষ খবর