রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আফগানিস্তানের সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের সহজ জয়

শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি আফগানিস্তান। এশিয়া কাপ ক্রিকেটের সূচনা ম্যাচে ফজল ফারুকির সুইং, মোহাম্মদ নবীর ঘূর্ণি এবং হজরতউল্লাহ ঝাঝাই ও রহমতউল্লাহ গুরবাজের আগ্রাসী ব্যাটিংয়ে ৮ উইকেটের পর্বতসমান জয় পেয়েছে আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নবীর আফগানিস্তান জয় পায় ৫৯ বল হাতে রেখে। ৩০ আগস্ট আফগানিস্তানের পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। শ্রীলঙ্কার পরের ম্যাচ ১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বাংলাদেশ। গতকাল টস জিতে বোলিং বেছে নেয় আফগানিস্তান। প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে শ্রীলঙ্কান ব্যাটিংলাইনে আঘাত হানেন ফজল ফারুকি। সেই ধাক্কা সামলে নিতে পারেনি দ্বীপরাষ্ট্র। ফারুকি ছাড়াও অধিনায়ক নবী ও মুজিব উর রেহমানের ঘূর্ণিতে ৭৫ রানে ৯ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে দশম উইকেট জুটিতে চামিকা কারুণারত্নের দৃঢ়তায় শয়ের ঘর পেরিয়ে ১০৫ রান করে শ্রীলঙ্কা। কারুণারত্নে ৩১ রান করেন। ভানুকা রাজাপক্ষে ৩৮ রান করেন ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায়। ফারুকি ১১ রানে নেন ৩ উইকেট। নবী ও মুজিব ২টি করে উইকেট নেন। আফগানিস্তানের টার্গেট ১০৬ রান। দুই ওপেনার ঝাঝাই ও গুরবাজ ৬.১ ওভারে স্কোর বোর্ডে যোগ করেন ৮৩ রান। গুরবাজ ৪০ রান করেন মাত্র ১৮ বলে ৩ চার ও ৪ ছক্কায়। ঝাঝাই ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায়। লঙ্কান ব্যাটিংলাইন বিধ্বস্ত করে ম্যাচসেরা হন ফজল হক ফারুকি। তার ম্যাচসেরা বোলিং স্পেল ৩.৪-১-১১-৩। এশিয়া কাপে দুই দল এই প্রথম পরস্পরের বিপক্ষে খেলেছে। এর আগে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতার ইডেন গার্ডেনে সেবার জিতেছিল শ্রীলঙ্কা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর