রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আজ ডেপুটি স্পিকার নির্বাচন, আলোচনায় দুজনের নাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিনি বর্তমানে সংসদ সদস্য (পাবনা-১)। এ ছাড়া সংসদ সদস্য (নওগাঁ-২) শহীদুজ্জামানের নামও জোর আলোচনায় আছে। দুজনের মধ্যে যে-কেউই হতে পারেন ডেপুটি স্পিকার। আজ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথম বৈঠকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সন্ধ্যা ৭টায় শপথবাক্য পাঠ করাবেন। জানা গেছে, প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী আজ সকাল ১০টার মধ্যে প্রস্তুতি নিয়ে সংসদে আসার জন্য ফোন করে বলেছেন শামসুল হক টুকুকে। গণভবন থেকেও তাঁকে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়েছে। শামসুল হক টুকু পাবনা-১ থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রসঙ্গত, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়।

সর্বশেষ খবর