বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উলফা নেতা ও সহযোগীর ১০ বছরের জেল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের একটি আদালতে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ওরফে প্রদীপ রায় (৭০) ও তার সহযোগী প্রদীপ মারাককে বিস্ফোরক মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসেন গতকাল আসামিদের উপস্থিতিতে এ রায়  দেন। দন্ডপ্রাপ্ত আসামি উলফা নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ভারতীয় নাগরিক এবং তার সহযোগী প্রদীপ মারাক বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আবু সাঈদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা গেছে, আসামের নিষিদ্ধ সংগঠন উলফার শীর্ষ  নেতা মেজর রঞ্জন গোপনে অবৈধভাবে কিশোরগঞ্জের ভৈরবে অবস্থান করছিলেন। এই তথ্যের ভিত্তিতে ২০১০ সালের ১৭ জুলাই ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আবেদীন হাসপাতালের সামনে থেকে মেজর রঞ্জন ও তার সহযোগী প্রদীপ মারাককে গ্রেফতার করে র?্যাবের একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. করিম উল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

র?্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক তদন্ত শেষে ২০১০ সালের ২৯ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর