শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
নিউইয়র্কে আইজিপি

গুমের অভিযোগ করা হলেও তালিকা প্রকাশ হয়নি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

গুমের অভিযোগ করা হলেও তালিকা প্রকাশ হয়নি

পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে, অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের কাছে গুলশান টেরেস মিলনায়তনে গতকাল এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, দেশের স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী র‌্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য চারটি লবিং ফার্মকে ব্যবহার করে। ফার্মগুলো বছরে ২৫ মিলিয়ন ডলার নেয়। তারা তিন বছর ধরে লবিং করেছে। ড. বেনজীর বলেন, তাদের অভিযোগ, ২০০৯ সাল থেকে নাকি র‌্যাবের হাতে ৬০০ লোক গুম হয়েছেন। আমি র‌্যাবে ঢুকেছিলাম ২০১৫ সালে। তাহলে আমাকে কেন নিষেধাজ্ঞা তালিকায় নেওয়া হলো? এ জন্য মার্কিন প্রশাসন বা আমেরিকানদের দোষ দিতে চাই না। ২০০৯ সালে আমি নিউইয়র্কে বাংলাদেশ মিশনে ফার্স্ট সেক্রেটারি পদে ছিলাম। যে ৬০০ লোক গুমের অভিযোগ করা হয়েছে তার তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। আইজিপি বেনজীর বলেন, ২২ জন তথ্য সন্ত্রাসী রয়েছে। এদের জবাব দিতে হবে। ‘যুক্তরাষ্ট্র নাগরিক কমিটি’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা হিন্দাল কাদির বাপ্পা। এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

সর্বশেষ খবর