শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আর বঙ্গভবনে-গণভবনে বিস্কুট খাব না

নিজস্ব প্রতিবেদক

আর বঙ্গভবনে-গণভবনে বিস্কুট খাব না

প্রধানমন্ত্রীর উদ্দেশে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলে দয়া করে পদত্যাগ করুন। এমন একজনের কাছে ক্ষমতা দিন, যিনি সাহাবুদ্দীন সাহেবের মতো হবেন। আমরা আর বঙ্গভবনে বা গণভবনে বিস্কুট খাব না। এবারের নির্বাচন ২০১৪ বা ২০১৮ সালের মতো হবে না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশের হামলার প্রতিবাদে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শহীদ জিয়া তো উড়ে এসে জুড়ে বসেননি। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। তাঁকে কারা হত্যা করেছে? কার ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে? বিএনপি ক্ষমতায় এলে কমিশন গঠন করে শহীদ জিয়া হত্যার বিচার করা হবে। আজ যারা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন, সময় আসছে আর কিছুদিনের মধ্যে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হবে। কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের (ভিপি ইব্রাহিম) সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ওলামা দলের শাহ মুহাম্মদ নেছারুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

 

সর্বশেষ খবর