শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ শুরু সুপার ফোর

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের আগের চার আসরের তিনটিতে ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবারের আসরে টানা দুই ম্যাচ হেরে শূন্য হাতে আজ দেশে ফিরছে সাকিব বাহিনী। আজই শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর। সূচনা ম্যাচে মোহাম্মদ নবির আফগানিস্তানের প্রতিপক্ষ দানুস শানাকার শ্রীলঙ্কা। দুই দলই হারিয়েছে টাইগারদের। শারজাহতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ২৭ আগস্ট আসর শুরু হয়েছিল দুই দলের ম্যাচ দিয়ে। লো স্কোরিং ম্যাচটি আফগনিস্তান জিতেছিল ৮ উইকেটে। এশিয়া কাপের ফাইনাল ১১ সেপ্টেম্বর। 

শারজাহর উইকেট ধীরলয়ের। বল থেমে আসে। স্পিনাররা বাড়তি সহায়তা পান। ব্যাটারদের স্ট্রোক খেলতে কষ্ট হয়। শারজাহর এমন উইকেটে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ব্যাটারদের চেয়ে লড়াইটা বেশি হবে দুই দলের স্পিনারদের। আফগানিস্তানের মূল শক্তি বোলিং বিভাগ। দলে রয়েছেন দুই বিশ্বমানের স্পিনার রশিদ খান ও মুজিব-উর-রেহমান। রশিদ বিশ্বসেরা লেগ স্পিনার। মুজিব বৈচিত্র্যময় অফস্পিনার। অধিনায়ক মোহাম্মদ নবীও দারুণ বোলিং করছেন। লঙ্কান স্পিনাররাও কম যান না। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার দারুণ বৈচিত্র্য রয়েছে। মাহিশ থিকশানা অফ স্পিনার। স্পিনারদের লড়াইয়ের আড়ালে লড়াই হবে পেসারদেরও। আফগান পেসার ফজল ফারুকী মূলত সুইং বোলার। নাভিন উল হক দ্রুতগতির বোলার। লঙ্কান স্কোয়াডে রয়েছেন দিলশান মাদুশাঙ্কে, আশিথ ফার্নান্দো, চাম্মিকা কারুণারত্নে। আফগান ব্যাটিং লাইনের মূল ভরসা হজরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, রহমতউল্লাহ গুরবাজরা। লঙ্কান স্কোয়াডের ভরসা অধিনায়ক শানাকা ছাড়াও কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, চারিথ আশালাঙ্কা। দুই দলের প্রথম ম্যাচে আফগানিস্তান সহজেই জিতেছিল। ৫৯ বল হাতে রেখে ম্যাচ জিতেছিল ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রান করেছিল শ্রীলঙ্কা। সেটা টপকে যায় আফগানরা ২ উইকেট হারিয়ে। এশিয়া কাপে দুই দল এনিয়ে দ্বিতীয়বার বিপক্ষে খেলেছে। প্রথম ম্যাচ খেলেছে চলতি আসরেই। দুই দল প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল পরস্পরের বিপক্ষে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে। কলকাতার ইডেন গার্ডেনে সেবার জিতেছিল শ্রীলঙ্কা।

 

 

সর্বশেষ খবর