সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
দেখা যাবে না টি-২০তে

অবসরই নিয়ে নিলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

অবসরই নিয়ে নিলেন মুশফিক

টি-২০ ক্যারিয়ারে সর্বশেষ হাফসেঞ্চুরির ইনিংস খেলেন টি-২০ বিশ্বকাপে। ২০২১ সালের অক্টোবরে শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৪.০৫ স্ট্রাইক রেটে ৩৭ বলে ৫৭ রান করেন। পরের ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে ২৯ রান করেন। তারপরও সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মুশফিকুর রহিম। অবশ্য পরের তিন ইনিংসে নেই কোনো দুই অংকের ইনিংস। সর্বশেষ এশিয়া কাপেও দুই অংকের ইনিংস নেই। ১৫ বছর ২৮১ দিনের ১০২ টি-২০ ম্যাচ ক্যারিয়ারে মুশফিক এরচেয়ে বেশি সমালোচিত হননি কখনো। ছন্দ হারিয়েছেন বলে টিম ম্যানেজমেন্টের গুড বুকে নেই দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। বাদ পড়ার আগে মুশফিক নিজেই টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। অবশ্য টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক, ‘টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি, এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি-২০ ফরম্যাটে।’ গতকাল সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে টি-২০ ক্রিকেট থেকে অবসবের ঘোষণা দিয়ে পোস্টটি দেন সাবেক অধিনায়ক মুশফিক। তার অবসরের ঘোষণায় নিশ্চিত করেই বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলো। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক। ১০২ টি-২০ ম্যাচ ক্যারিয়ারে ১১৫.০৩ স্ট্রাইক রেটে ৬ হাফসেঞ্চুরিতে রান করেছেন ১৫০০। চারটি ম্যাচ সেরার তিনটি আবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা করে জায়গা করে নিয়েছে। অধিনায়কত্বের প্রথম টাইগারদের জয় উপহার দিয়েছিলেন ছক্কা মেরে। মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ১৩২ রান টপকে গিয়েছিল বাংলাদেশ মুশফিকের ছক্কায়। জয়ের জন্য শেষ দুই বলে ৪ রান দরকার ছিল। ওভারের পঞ্চম বলে রবি রামপালকে ছক্কা মারেন। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার ২১৪ রান টপকে ছিল বাংলাদেশ মুশফিকের ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসে। ২০১৯ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে প্রথম জয় পায় বাংলাদেশ মুশফিকের ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংসে। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ২০২১ সাল পর্যন্ত সবগুলো টি-২০ বিশ্বকাপে খেলেছেন। এবার দর্শক হয়েই হয়তো থাকতে হতো। বাদ পড়ার আগেই নিজেকে সরিয়ে নেন মুশফিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর