সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সিইসিকে সুজনের চিঠি

ইভিএমে গ্রহণযোগ্য ভোট হবে প্রমাণের দায়িত্ব ইসির

নিজস্ব প্রতিবেদক

বর্তমান ইভিএম দিয়ে যে প্রশ্নাতীতভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে তা প্রমাণের দায়িত্ব বা ‘বার্ডেন অব প্রুফ’ কমিশনের, অন্য কারও নয়। আর যেহেতু অন্য কারও কাছে ইভিএম এবং এর সোর্সকোড নেই, তাই তাদের পক্ষে ইভিএম দিয়ে কারচুপির প্রমাণ উত্থাপন করাও অসম্ভব। গতকাল প্রধান নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে সুজন এ সব কথা বলেছে।

সিইসিকে দেওয়া চিঠিতে বলা হয়- গত ২৮ আগস্ট তারিখে, জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে ইভিএমের দুর্বলতার বিষয় জনগণের সামনে সুজনের পক্ষ থেকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। এ বিষয়ে অতীতেও আমাদের আশঙ্কার কথা একাধিকবার বক্তব্যের মাধ্যমে ও লিখিতভাবে তুলে ধরেছি, যা সম্পর্কে আমরা কমিশনের পক্ষ থেকে কোনোরূপ সাড়া পাইনি। তবে আমাদের সাম্প্রতিক সংবাদ ব্রিফিংয়ের পর আপনার একজন সহকর্মী আমাদের ইভিএম ব্যবহার করে যে কারচুপি করা যায় তা প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। আপনার আরেকজন সহকর্মী আমাদের কমিশনে এসে প্রমাণ উপস্থাপন করতে আহ্বান জানিয়েছেন। কমিশনারদের প্রতি সম্মান রেখেই বলতে চাই যে, বর্তমান ইভিএম দিয়ে যে প্রশ্নাতীতভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে তা প্রমাণের দায়িত্ব বা ‘বার্ডেন অব প্রুফ’ কমিশনের, অন্য কারও নয়। আর যেহেতু অন্য কারও কাছে ইভিএম এবং এর সোর্সকোড নেই, তাই তাদের পক্ষে ইভিএম দিয়ে কারচুপির প্রমাণ উত্থাপন করাও অসম্ভব। এ ছাড়াও আমরা আমাদের সংবাদ ব্রিফিংয়ে আশঙ্কা প্রকাশ করেছি যে, বর্তমান ইভিএমের মাধ্যমে নির্বাচন কমিশন, তার অধীনস্থ’ কর্মকর্তা, কারিগরি টিম ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পক্ষে নির্বাচনী ফলাফলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করা সম্ভব। অর্থাৎ এ ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং ইভিএমের ওপর আস্থাহীনতাই সর্বাধিক বড় সমস্যা, যা দূর করার সম্পূর্ণ দায়িত্ব কমিশনের, আমাদের নয়।

সর্বশেষ খবর