বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আফগানদের ব্যাটিং ব্যর্থতা

ক্রীড়া প্রতিবেদক

আফগানদের ব্যাটিং ব্যর্থতা

মোহাম্মদ নবীর আফগানিস্তান সুপার ফোরে উঠে ফেবারিট হয়ে। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে উড়িয়ে সবার আগে নিশ্চিত করে সুপার ফোর। অথচ সুপার ফোরের প্রথম ম্যাচেই হেরে যায় শ্রীলঙ্কার কাছে। যদিও গ্রুপপর্বে দ্বীপরাষ্ট্রকে গুঁড়িয়ে দিয়েছিল নবী বাহিনী। এই হারে পিছিয়ে পড়ে প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলার অবস্থা থেকে। গতকাল শারজাহর ধীরগতির উইকেটে মুখোমুখি হয় বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে যায় ভারতের কাছে। হংকংকে হারিয়ে জায়গা করে নেয় সুপার ফোরে। সুপার ফোরে পাকিস্তান প্রথম ম্যাচেই প্রতিশোধ নেয় ভারতকে হারিয়ে। গতকাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের। সুপার ফোরে দুই দলই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়। এরপরও দুই দলের একটি করে ম্যাচ বাকি থাকবে। আজ ভারতের বিপক্ষে খেলবে আফগানিস্তান। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সুপার ফোরের শেষ ম্যাচ। পাকিস্তান যদি আফগানদের হারায়, তাহলে সুপার ফোরের বাকি দুটি ম্যাচ আনুষ্ঠানিকতায় পরিণত হবে। অবশ্য হারলেও পাকিস্তানের ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। সেজন্য পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ জিতে ১১ সেপ্টেম্বরের ফাইনালের পথে পা দিয়ে রেখেছে। গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিং করে আফগানিস্তান। দুই ওপেনার হজরতউল্লাহ ঝাঝাই ও রহমতউল্লাহ গুরবাজ ৩.৫ ওভারের জুটি উপহার দেয়।

এই রানের উপর ভর করে খুব বেশিদূর এগোতে পারেনি আফগানিস্তান। ৬ ওভারের পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে ৪৮ রান করে আফগানিস্তান। পাওয়ার প্লে’র পর ম্যাচে ফিরে পাকিস্তান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে আফগানিস্তানের ৬ উইকেটে ১২৯ রান। সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। ঝাঝাই ২১, গুরবাজ ১৭, রশিদ খান ১৫ বলে ১৮ রান করেন। হারিস রউফ ২ এবং একটি করে উইকেট নেন নাসিম, হাসনাইন, শাদাব ও রউফ।   

 

সর্বশেষ খবর