বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাবির সমাবর্তন ১৯ নভেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। গতকাল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম-সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বিশেষ সভার সুপারিশের আলোকে সিন্ডিকেটের এই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা সংযুক্ত ছিলেন। উল্লেখ্য, অধ্যাপক ড. জ্যাঁ তিরোল বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ। তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠান, গেইম থিউরি, ব্যাংকিং ও অর্থনীতি এবং মনোবিদ্যাগত অর্থনীতির উপর কাজ করেছেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক গবেষণার জন্য তিনি ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেট্স ইন্সটিটিউট অব টেকনোলজি’তে অধ্যাপক হিসেবে কর্তব্যরত ছিলেন। অধ্যাপক তিরোল অর্থনীতি বিষয়ক প্রায় ২০০টি গবেষণা নিবন্ধ এবং ১০টি বই রয়েছে।

 

সর্বশেষ খবর