শিরোনাম
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল

নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। বাবর আজমদের জয়ে ফাইনাল নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কারও। দুই দলেরই দুটি করে জয়। গতকাল আফগানিস্তানের সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন ভারতেরও। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১১ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গতকাল টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৯ রানেই আটকে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৩৫ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। ৪ ওভারে মাত্র ১৯ রান দেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। ১৩০ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে জিতে যায় পাকিস্তান। তবে শেষ ওভারে নাটক জমে উঠেছিল। ম্যাচের ফাইনাল ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১ রান। উইকেটে ছিল শেষ জুটি। অন্যদিকে বোলিংয়ে ছিল আফগানিস্তানের দিনের সেরা বোলার ফজলহক ফারুকী। কিন্তু শেষ ওভারে বোলিং করতে এসে চাপ নিতে পারেননি তিনি। প্রথম দুই বলেই ফুলটস করেন। আর দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে ক্যারিশম্যাটিক জয় এনে দেন বোলার নাসিম শাহ। কালকের ম্যাচটি লো-স্কোরিং হয়েও পরতে পরতে ছিল রোমাঞ্চ। শেষ ২ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। হাতে তিন উইকেট। দলের ১৯তম ওভারে বল হাতে তুলে নেন ফরিদ আহমেদ। প্রথম বলেই হারিস রউফকে প্লেড-অন করেন। পঞ্চম বলে পাকিস্তানের শেষ ভরসা আসিফ আলীকে আউট করে যেন জয় অনেকটা নিশ্চিতই করে ফেলেছিলেন! কিন্তু শেষ ওভারের শেষ দুই বলে পাল্টে গেল চিত্র। নাসিম শাহর ক্যারিশমায় দুরন্ত জয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। সুপার ফোরের শেষ দুই ম্যাচ এখন নিছক আনুষ্ঠানিকতার হয়ে গেল।

সর্বশেষ খবর