শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার

মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কাছে সরকার নতিস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, ‘যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় টিকে থাকতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করছেন। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কাছে সরকার নতিস্বীকার করেছে। তারা চেতনার বাইরে গিয়ে মৌলবাদীদের সঙ্গে আপসের নীতি অনুসরণ করছেন।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ৯টি আদিবাসী ও নাগরিক সংগঠনের যৌথ আয়োজনে সাতক্ষীরার নরেন্দ্র মুন্ডা হত্যা ও আদিবাসী ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, নারীর সমতা, মানবাধিকার, ন্যায়বিচার ও পাঠ্যপুস্তকে সাম্য নীতি থেকে সরকার সরে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মানবাধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে, কিন্তু তারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। অঙ্গীকার রক্ষা ও জনগণের অধিকার এবং সম্মান রক্ষার বিষয়টি তারা যেন দেখেন। তিনি বলেন, আমরা উন্নয়ন চাই। যদি উন্নয়নের সুফল সব জনগোষ্ঠী সমানভাবে না পায় তাহলে সেটি কীসের উন্নয়ন। বাপা সভাপতি বলেন, আদিবাসীদের ওপর নির্যাতন হত্যা, ভূমি দখল চলতেই থাকবে- এটা হতে পারে না। তারা আন্দোলন করতে করতেই জীবন পার করবে? রাষ্ট্রের দায়িত্ব জাতি-বর্ণ নির্বিশেষে মানবাধিকার রক্ষা করা। আজ দুঃখের সঙ্গে বলতে হয়, মানুষের মানবাধিকার রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আর এই দায়ভার রাষ্ট্র পরিচালনাকারীদের বহন করতে হবে। সুলতানা কামাল বলেন, শ্যামনগরের হামলা ও নরেন্দ্রনাথ মুন্ডা হত্যার বিচার দাবি করছি। এগুলো যাতে আর না ঘটে সে জন্য সোচ্চার থাকতে হবে। মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ রাষ্ট্রকে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ খবর