শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জ্বালাও পোড়াও করলে ব্যবস্থা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

জ্বালাও পোড়াও করলে ব্যবস্থা

আন্দোলন দমন করতে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে না। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। গতকাল ধামরাইয়ের কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ¦লাও পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়মের প্রতি ইঙ্গিত দিয়ে প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসে একটি করে অভিযোগ বাক্স স্থাপনের নির্দেশ দেন। তিনি সেখানে বৃক্ষ রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমদ, সাবেক এমপি এমএ মালেক, মহাপরিদর্শক নিবন্ধন অধিদফতর শহিদুল আলম ঝিনুক, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর