শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নেত্রকোনায় সিপিবির সমাবেশে হামলা, কেন্দ্রীয় নেতাসহ আহত ৩০

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় সিপিবির সমাবেশে হামলায় ৩০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবিতে সিপিবি আয়োজিত শহীদ মিনার প্রাঙ্গণে জনসমাবেশে এ হামলা হয়। আহতের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিপিবি নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। ছাত্রলীগ নেতা-কর্মী ও পুলিশের হামলায় আমাদের ৩০ জন আহত হয়েছেন।’ তিনি বলেন, ‘উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। যখন আমি বক্তব্য দিচ্ছিলাম তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার মাইক বন্ধ করে দেন। পরে আমার কাছ থেকে মাইক নিয়ে রুহিন হোসেন প্রিন্স কথা বলতে গেলে তাঁর ওপর আক্রমণ করা হয়। পুলিশ এসে আমাদের ওপর লাঠিচার্জ করে।’ জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ করেননি। কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

 

 

সর্বশেষ খবর