সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড়?

প্রতিদিন ডেস্ক

রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড়?

ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে প্রায় ২ হাজার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন। শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভিডিও ভাষণেও উঠে এসেছে নিজ দেশের এমন অগ্রযাত্রার কথা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির কথা যদি সত্যি হয়, তবে ২৪ ঘণ্টার চেয়ে সামান্য কিছু বেশি সময়ের মধ্যে দ্বিগুণের বেশি অর্জন করেছে ইউক্রেনীয় বাহিনী। শনিবার  গুরুত্বপূর্ণ শহর ইজিয়ুম ও কুপিয়ানস্কে দ্রুত গতিতে ইউক্রেনের সেনাবাহিনী অগ্রসর হয়েছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, শহর দুটির বাইরেও লড়াই চলছে। কিয়েভের এক কর্মকর্তা বলেন, ইজিয়ুমের কাছে কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনীয় বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। খারকিভ অঞ্চলে ৩০টির বেশি শহর ও গ্রাম দখলমুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা নিজেরাই ইজিয়ুম ও কুপিয়ানস্ক থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। দোনেৎস্কে লড়াইরত বাহিনীর শক্তি বাড়াতে বালাকলিয়া শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার কথাও নিশ্চিত করেছে তারা। শুক্রবার বালাকলিয়া শহরে প্রবেশ করেছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার গঠন করা প্রশাসনের প্রধান তার এলাকার মানুষের জীবন বাঁচাতে তাদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার সুপারিশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সীমান্ত পারাপারের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি। রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদের গভর্নর বলেছেন, সারিবদ্ধভাবে অপেক্ষারত মানুষদের খাবার-দাবার, চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। তবে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মার্চে কিয়েভ থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ প্রদেশের ইজিয়াম অঞ্চলের দ্রুত পতন মস্কোর জন্য বড় ধরনের পরাজয়। সেখানে গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে কয়েক হাজার রুশ সেনার পালিয়ে যাওয়ার ঘটনাকে গত ছয় মাসের যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছে কিয়েভ।

সর্বশেষ খবর